মরহুম আলহাজ্ব হাফিজুর রহমান
প্রতিষ্ঠাতা
রংধনু কিন্ডারগার্টেন এন্ড মডেল হাই স্কুল
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফিজুর রহমান নিষ্ঠা ও সততার সাথে ‘বাংলাদেশ রাইফেলস’ বতমান ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ এ কর্মজীবন সমাপ্ত করেন ১৯৮২ সালে। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রিতে ই পি দপ্তর চট্টগ্রাম থেকে পশ্চিম পাকিস্তানি বর্বর সেনাদের হাতে বন্দি হয়ে দীর্ঘ নয় মাস ভয়াবহ নির্যাতন ভোগ করে দেশ স্বাধীন হওয়ার পর মুক্তি লাভ করেন। তিনি ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত মেজর এর দায়িত্ব পালন করেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে নিজ জন্মভূমিতে শিক্ষার হার ও মান বৃদ্ধির লক্ষে জীবনের শেষ সম্বলটুকু দিয়ে ক্ষুদ্র পরিসরে ২০০১ সালে ‘রংধনু কিন্ডারগার্টেন এন্ড মডেল হাইস্কুল’ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন অত্যন্ত উজ্জীবিত ও গর্বিত এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায়। তিনি কর্ম ও অবসর জীবনে অসংখ্য মসজিদ নির্মানে ভূমিকা রেখেছেন। এ প্রতিষ্ঠানটিকে কলেজ পর্যায়ে উন্নীত ও আরও সফলতা অর্জনে তিনি সর্বদা স্বপ্ন দেখতেন। ২০১৬ সালের ৩১ জানুয়ারি তার স্বপ্নের প্রতিষ্ঠান ও ইহজগতের মায়া ত্যাগ করে পরলোকের বাসিন্দা হন।