বাণী
ইসলাম প্রচারক হযরত মখদুম শাহদৌলা (রহঃ) এর পুণ্যভূমি, নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর চরণভূমি, তাঁতশিল্প ও গো-সম্পদে সমৃদ্ধ শাহ্জাদপুর উপজেলা । এটি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় যমুনা ও করতোয়া নদীর তীর ঘেঁষে অবস্থিত। নানা দিক থেকে ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ শাহ্জাদপুরের দ্বারিয়াপুর গ্রামে ২০০১ সালে মাত্র ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে ‘রংধনু কিন্ডারগার্টেন এন্ড মডেল হাইস্কুল’ এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। নানামূখী প্রতিকুলতার মাঝেও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা, এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকামন্ডলীর নিরলস প্রচেষ্টা, মেধা ও দক্ষতার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রী গঠন ও অভূতপূর্ব ফলাফল অর্জন, বর্তমানে ২০০০ ছাত্রছাত্রী, ৯০ জন শিক্ষক- শিক্ষিকা ও সুসজ্জিত আধুনিক পাঁচতলা ভবন নিয়ে রংধনুর আলোকিত এ অবস্থান। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নৈতিক শিক্ষার উপর অধিক গুরুত্ব প্রদান করে ছাত্র-ছাত্রীদের আগামী প্রজনন্মের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। আধুনিক অপসংস্কৃতির ভয়াবহতা থেকে রংধনুর ছাত্র-ছাত্রীদের মুক্ত রাখা হচ্ছে। ক্রীড়া, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অঙ্কন, বিতর্ক, সাধারণজ্ঞান সহ সাংস্কতিক অঙ্গনের সকল দিকে রংধনুর ছাত্র-ছাত্রীদের দক্ষ করে তোলা হচ্ছে। অত্যন্ত ক্ষুদ্র পরিসর থেকে শুরু করে প্রতিনিয়ত শিক্ষার গুণগতমান বৃদ্ধিসহ নানামূখী আধুনিক পদ্ধতি সংযোজনের ধারা অব্যহত রয়েছে। সকল দিক থেকে রংধনুকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে আমরা বদ্ধপরিকর। আশা রাখছি স্বল্প সময়ে ‘রংধনু কিন্ডারগার্টেন এন্ড মডেল হাইস্কুল’ বাংলাদেরশর একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাবে।
মোঃ শহিদুল ইসলাম শাহীন
অধ্যক্ষ
রংধনু মডেল স্কুল
মরহুম আলহাজ্ব হাফিজুর রহমান
প্রতিষ্ঠাতা
রংধনু কিন্ডারগার্টেন এন্ড মডেল হাই স্কুল
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফিজুর রহমান নিষ্ঠা ও সততার সাথে ‘বাংলাদেশ রাইফেলস’ বতমান ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ এ কর্মজীবন সমাপ্ত করেন ১৯৮২ সালে। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রিতে ই পি দপ্তর চট্টগ্রাম থেকে পশ্চিম পাকিস্তানি বর্বর সেনাদের হাতে বন্দি হয়ে দীর্ঘ নয় মাস ভয়াবহ নির্যাতন ভোগ করে দেশ স্বাধীন হওয়ার পর মুক্তি লাভ করেন। তিনি ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত মেজর এর দায়িত্ব পালন করেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে নিজ জন্মভূমিতে শিক্ষার হার ও মান বৃদ্ধির লক্ষে জীবনের শেষ সম্বলটুকু দিয়ে ক্ষুদ্র পরিসরে ২০০১ সালে ‘রংধনু কিন্ডারগার্টেন এন্ড মডেল হাইস্কুল’ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন অত্যন্ত উজ্জীবিত ও গর্বিত এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায়। তিনি কর্ম ও অবসর জীবনে অসংখ্য মসজিদ নির্মানে ভূমিকা রেখেছেন। এ প্রতিষ্ঠানটিকে কলেজ পর্যায়ে উন্নীত ও আরও সফলতা অর্জনে তিনি সর্বদা স্বপ্ন দেখতেন। ২০১৬ সালের ৩১ জানুয়ারি তার স্বপ্নের প্রতিষ্ঠান ও ইহজগতের মায়া ত্যাগ করে পরলোকের বাসিন্দা হন।